কোম্পানীগঞ্জে ভারতীয় ৭২ বস্তা চিনি উদ্ধার

দৈনিকসিলেটডটকম
কোম্পানীগঞ্জে একটানা পুলিশ ও ডিবির অভিযানে ভারতীয় ৭২ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে।
সোমবার (৭ আগষ্ট) সকালে কোম্পানীগঞ্জ থানার এসআই আসাদুল ইসলাম জামাল মিয়ার গোডাউনে অভিযান চালান।
অভিযানে তার টুকেরগাঁও (বৌ বাজার) এর গোডাউন থেকে ৭২ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেন তিনি। চিনি গুলো কোম্পানীগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই আসাদুল ইসলাম।
ভারতীয় চিনির অবৈধ কারবারে খেয়াতি অর্জন করা এই জামাল মিয়ার গোডাউনে পুলিশ ও ডিবি কয়েকবার অভিযান চালায়। ডিবি অভিযান চালিয়ে এ বছরের শুরুতে ৬০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। এ ঘটনায় ডিবি পুলিশ মামলা দেওয়ার পর আরো বেপরোয়া হয়ে ওঠেন তিনি। প্রতিদিন ৩শ থেকে ৫শ বস্তা ভারতীয় চিনি তিনি অবৈধ ভাবে ভারত থেকে নিয়ে আসতেন। কোম্পানীগঞ্জ সহ পরো সিলেট শহরে রয়েছে তার এই পাচার সাম্রাজ্য। চিনি পাচারের সুবিধার্থে জামাল মিয়া সিলেট শহরের আম্বরখানায় একটি গোডাউনও ভাড়া নিয়েছেন। সেখান থেকেই তিনি সাপ্লাই দেন বিভিন্ন জায়গায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জামাল মিয়ার গোডাউন থেকে চিনি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।