মাধবপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিবে’র জন্মদিনে সেলাই মেশিন বিতরণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার শেষে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১০ টায় মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ স্থাপতি অস্থায়ী মঞ্চে শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া ফাতেহা পাঠপূর্বক মোনাজাত করা হয়।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা, মাধবপুর থানা, উপজেলা প্রেসক্লাব, মাধবপুর প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
সাড়ে ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান এর সভাপতিত্বে কনফারেন্স রুমে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীর উপর আলোচনায় অংশ নেন মাধবপুর চুনারুঘাট এর সার্কেল নির্মলেন্দু চক্রবর্তী , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, থানার ওসি আব্দুর রাজ্জাক , কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, সমাজ সেবা কর্মকর্তা আশরাফ আলী, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাহানা সুলতানা,পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম , তথ্যসেবা কর্মকর্তা নাসরিন সুলতানা,ক্রীড়া সংস্থার সেক্রেটারি সুকোমল রায়,সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত , উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, শেখ মোজাহিদ বিন ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান প্রমুখ।
বঙ্গবন্ধুর অনুপ্রেরণা ও শক্তি হিসেবে মহিয়সী নারী শেখ ফজিলাতুন্নেছা মুজিব ভূমিকা ছিলেন সবচেয়ে বেশি।বক্তারা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বাংলাদেশের রাজনীতিতে তাঁর অনন্য অবদান নিয়ে বিশদ আলোচনা করা হয়।