কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
মোঃ শরীফ আহমদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর ভোলাগঞ্জ গুচ্চগ্রাম এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
আজ মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল ৭টায় স্থানীয়রা এ লাশ দেখতে পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ’কে খবর দেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ এসে অর্ধগলিত লাশ উদ্ধার করে। কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় এ সত্যতা নিশ্চিত করে বলেন, ধলাই নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ভারতীয় খাসিয়া যুবকের লাশ হতে পারে।
বিজিবির মাধ্যমে বিএসএফ কে সংবাদ পাঠানো হয়েছে, লাশ সনাক্তকরণের জন্য কাজ করা হচ্ছে।