নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন

নূরুজ্জামান ফারুকী নবীগঞ্জ প্রতিনিধি
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে এবারের প্রতিপাদ্য বিষয় ‘কর্মজীবী মা বাবার সহায়ক পরিবেশ গড়ি, মাতৃদুগ্ধ পান নিশ্চিত করি।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সপ্তাহব্যাপি উপজেলার ১৩টি ইউনিয়নের স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে নানা কর্মকান্ডের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৩ উদযাপন করা হয়েছে।
সোমবার (৭ আগষ্ট) দুপুরে এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আঃ সামাদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আরএমও ডাঃ চম্বক কিশোর সাহা সুমনসহ হাসপাাতলের অন্যন্য চিকিৎসক, স্টাফ-নার্স, হাসপাতালের চিকিৎসারত মা-শিশু ও বহির্বিভাগে আগত মা ও শিশুরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আঃ সামাদ বলেন, ছয় মাস পর্যন্ত শিশুকে মায়ের বুকের দুধের অপরিহার্য ব্যাখ্যা করে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং সভার সমাপ্তি ঘোষনা করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন