গোলাপগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালন’
দৈনিকসিলেটডটকম
কর্মজীবী মা বাবার সহায়ক পরিবেশ গড়ি মাতৃদুগ্ধ পান নিশ্চিত করি এই প্রতিবাদ্যকে সামনে রেখে সীমান্তিক নতুন দিন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) বাস্তবায়নে সীমান্তিক, ইউএসএআইডি আই এসএমসি এর আর্থিক সহযোগিতায় দিবসটি পালন করা হয়েছে।
সীমান্তিক নতুন দিনের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উচিৎ কুমার সিনহা (ইউ কে সিনহা) এর সভাপতিত্বে ও উপজেলা সুপারভাইজার মো. জাহিদুর রহমান লস্করের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা টিম লিডার মো. আব্দুল হামিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন এফ পি আই আব্দুর রহমান, প্যারামেডিক জাকেরা বেগম, আব্দুল কুদ্দুছ, অঞ্জলি রাণী মালাকার, হোছনা বেগম প্রমূখ।