সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ভূমি-গৃহহীন পরিবার
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সুনামগঞ্জে ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ৬শ ৮৩টি অসহায় পরিবারের মধ্যে জমি ও গৃহ হস্তান্তর করা হবে। অন্যদিকে, ধর্মপাশা ও শাল্লা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষনা করা হবে।
মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সম্মেলনে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, সারাদেশের ন্যায় বুধবার (৯ আগস্ট) সুনামগঞ্জ জেলায় ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ৬শ ৮৩টি অসহায় পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে। এছাড়া চলতি বছরের ২২ মার্চ বিশ্বম্ভরপুর উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হয়।
বুধবার ধর্মপাশা ও শাল্লা উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, রেভিনিউ ডেপুটি কালেক্টর সাইফুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, এ জেলায় ইতোমধ্যে তালিকাভুক্ত ৮ হাজার চারশ ৪৬টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ৭ হাজার ৩৪টি পরিবারকে পূনর্বাসিত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধাবর ৬শ ৮৩টি পরিবারকে জমি ও গৃৃহ হস্তান্তর করার মধ্যে দিয়ে মোট ৭ হাজার ৭শ ১৭টি পরিবারকে পূনর্বাসিত করা হবে। এছাড়া তিনশ ৪৪টি পরিবারকে আশ্রয়ন প্রকল্পের বিভিন্ন ব্যারাকে ও গুচ্ছগ্রামে পূনর্বাসিত করা হয়েছে।
সবমিলিয়ে জেলায় ৮ হাজার ৬১টি পরিবার পূনর্বাসিত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সুনামগঞ্জে বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ প্রতিনিধি: ‘সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা’এই শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী সুনামগঞ্জে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে জেলার ১২টি উপজেলার অস্বচ্ছল ও দরিদ্র নারীদের মধ্যে একশো ২০টি সেলাই মেশিন এবং একশো ৬০ জনকে আর্থিক অনুদান প্রদান করা হয়। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট্র এ.কে,এম আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, জেলা তথ্য অফিসার আব্দুস ছাত্তার প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন। বক্তারা বলেন, দেশের মানুষের অধিকার আদায়ে ফজিলাতুন নেছা মুজিবের অবদান অবিস্মরণীয়। বঙ্গমাতার অনুপ্রেরণাতেই বঙ্গবন্ধুর জীবনে সফলতা অর্জনে অনন্য ভূমিকা পালন করেছে। বঙ্গমাতার জীবন বিচরণ সাহসকে সামনে রেখে বাংলাদেশ গড়তে নারীদের সাহসের সাথে কাজ করার আহবাণ জানান বক্তারা।