জামালগঞ্জে শোক র্যালীতে এমপি শামীমা
মো. বায়েজীদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ প্রতিনিধি
আগস্ট জাতীয় শোকের মাস। এ উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশ ব্যাপী শোক র্যালী ও প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে বুধবার দুপুরে সমাবেশ করেছেন সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা আক্তার খানম (এমপি)।
এসময় উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপজেলার আবাসিক এলাকা বসুন্ধরা থেকে একটি বিশাল মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রিভারভিউ পার্কে এসে আলোচনা সভায় মিলিত হন। সভায় এমপি শামীম তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট দেশি বিদেশি কুচক্রী মহলের চক্রান্তে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়। তার মৃত্যুতে সারা বিশ্বের মানুষ হতবাক। তাদের হত্যা করে চেয়েছিলো এদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে। কিন্তু প্রবাসে থাকা জননেত্রী শেখ হাসিনা দেশে এসে আওয়ামী লীগের হাল ধরেন এবং আওয়ামী লীগকে সংগঠিত করে ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়।
জাতির জনক বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ এখন বিশ্বের দরবারে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। বঙ্গবন্ধুর খুনিদের আইনের মাধ্যমে বিচার হচ্ছে। যতদিন এদেশের মাটি ও মানুষ থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম স্বরণীয় হয়ে থাকবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আজ আপনারা জামালগঞ্জে বঙ্গবন্ধুর শোকের মাসে দলে দলে মিছিলে মিলিত হয়ে আজকের শোক সমাবেশ সফল করেছেন। জননেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সরকারের উন্নয়ন প্রচার করা আমার মূল লক্ষ্য। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনকে নিয়ে কাজ করাই আমার মুল লক্ষ।
উপজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, জেলা কৃষক লীগের সদস্য মো.নিজাম নূর, উপজেলা কৃষকলীগের সভাপতি মো.জালাল মিয়া, জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা তাঁতীলীগের আহবায়ক নাজমুল হোসেন মামুন, ফেনারবাকঁ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একলিমুর রেজা চৌধুরী মানিক, কৃষকলীগ নেতা শেরন মিয়া প্রমূখ।