ওসমানীনগরে ভূমিহীন ও গৃহহীন পরিবারে জমিসহ গৃহ হস্তান্তর
মুজিব বর্ষ উপলক্ষে (বুধবার) ৯ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৪র্থ পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম দেশ ব্যাপি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধনের অংশ হিসেবে সিলেটের ওসমানীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে (বুধবার) সকাল সাড়ে ৯ টায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকার ভোগী ৩০ জনের মধ্যে ৩ জন অসহায় মানুষেমানুষের হাতে মুজিব বর্ষের ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না”। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা, সহকারী কমিশনার ভূমি রাজীব দাশ পুরকায়স্থ, উপজেলা অনলাইন প্রেসক্লব সভাপতি শেখ ফয়ছল আহমদ, মৎস্য অফিসার মাশরূপা তাসলিম, সমাজ সেবা অফিসার জয়তী দত্ত, ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ অন্যানোরা।