বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অবদান” শীর্ষক স্মৃতিফলক উন্মোচন
“স্মার্ট বাংলাদেশের প্রত্যয় জ্বালানীর সাশ্রয়” প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ক্ষেত্রে জাতীয় জ্বালানী নিরাপত্তা দিবস উপলক্ষে “ জ্বালানী নিরপত্তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদান শীর্ষক স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে। বুধবার বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এই ফলক উন্মোচন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির। প্রধান অতিথি হিসাবে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অসুস্থ থাকায় উপস্থিত থাকতে পারেননি।
পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের এমপি শাহ নেওয়াজ মিলাদ গাজী। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলার নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক আব্দুল হাই। বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তার ফসল আজকের গ্যাস ও বিদ্যুৎ এর উন্নয়ন। জাতির পিতা বিদেশী কোম্পানীর কাছ থেকে গ্যাস ফিল্ডের মালিকানা কিনে রাখায় আমরা এগিয়ে যেতে পেরেছি। কিন্তু আমাদের সবাইকে জ্বালানী সাশ্রয়ে মনোযোগী হতে হবে।