নানা আয়োজনে শাবিতে বিশ্ব আদিবাসী দিবস পালিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আদিবাসী সংগঠন ‘এসোসিয়েশন অফ ইন্ডিজিনাস স্টু্ডেন্টস,সাস্ট’ এর উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে। বুধবার(৯ আগস্ট) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক আনন্দ শোভাযাত্রার মাধ্যমে আদিবাসী শিক্ষার্থীরা নানা আয়োজনে দিনব্যাপী দিবসটি পালন করে। দিবসটি উপলক্ষে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিকাল চার টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সংগঠনটির সভাপতি মিথুন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায় ও অধ্যাপক ড. রাশেদ তালুকদার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সিলেটের বিভাগীয় সভাপতি গৌরাঙ্গ পাত্র, সংগঠনটির সাধারণ সম্পাদক মাধু্র্য চাকমা কৌশিকসহ আদিবাসী শিক্ষার্থীরা। এছাড়াও সংগঠনটি দিবসটি উপলক্ষে সন্ধ্যা ছ’টায় কেন্দ্রীয় মিলনায়তনে আদিবাসীদের ঐতিহ্যবাহী উপস্থাপনার আয়োজন করে।