চুনারুঘাটে থামছে না চুরি ডাকাতি
চুনারুঘাটে চুরি ডাকাতি থামছে না আইনশৃঙ্খলার ব্যাপক অবনতির মুখে জনগণের জান ও মালের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়ে যেন দাড়িয়েছে।
সাম্প্রতিক সময়ে চুনারুঘাটে চুরি ডাকাতি ও সহিংসতা বৃদ্ধি পাওয়ায় জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। একের পর চুরি ও ডাকাতির ঘটনা ঘটেই চলেছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) ভোর রাতে চুনারুঘাট পৌর শহরের চন্দনা গ্রামে চুনারুঘাট বাজারের ব্যবসায়ী সেলিম মিয়ার ঘরে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।
সেলিম জানান, ডাকাতেরা ভোর রাতে তার ঘরে প্রবেশ করে। তার অসুস্থ মায়ের কান থেকে ছিড়ে স্বর্ণালংকার নিয়ে যায়। আলমিরা তে থাকা মূল্যবান জিনিসপত্র, স্বর্ণ, টাকা লুট করে। সেলিম আরো জানান, তার পিতা রইস উল্লা এ সময় বাধা দিতে গেলে ডাকাতদল তাকেও কিল ঘুষি দিয়ে আহত করে।
চুনারুঘাট উপজেলাজুড়ে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া চুরি – ডাকাতির ঘটনাগুলোতে পুলিশ কোন চোর বা ডাকাতকে গ্রেফতার করেছে মর্মে কোন খবর পাওয়া যায় নি। সাধারণ জনগণ বলছেন, আইনশৃংখলার এই অবনতি মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করছে। আইনশৃঙ্খলা বাহিনীর শক্তিশালী পদক্ষেপ না থাকায় নিয়মিত চুরি ডাকাতি সংঘটিত হয়েই চলছে, বলছেন সুশীল সমাজের নাগরিকেরা।চুনারুঘাট থানার সাব ইন্সপেক্টর অজিত তালুকদার এবং সাব ইন্সপেক্টর ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন।