শায়েস্তাগঞ্জে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি:জনচলাচলে ভোগান্তি
শায়েস্তাগঞ্জে ৫’দিনের টানা বৃষ্টিতে শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের শতাধিক বসত বাড়িতে উঠে গেছে বৃষ্টির পানি। রাস্তাঘাট বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে জন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় বৃষ্টি হলেই পৌরসভার প্রতিটি ওয়ার্ড এর প্রধান রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে। এতে করে পৌরসভার হাজারো বসত ভিটায় বৃষ্টির পানি উঠে যায়। যার ফলে চরম ভোগান্তিতে পড়েন পৌরবাসী। সরজমিনে ঘুরে দেখা যায়, শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ হবিগঞ্জ সড়কে অল্প বৃষ্টি হলেই ৭নং ওয়ার্ড এর কুটিরগাও গ্রামের প্রধান দুটি সড়ক দিয়ে হুহু করে পানি প্রবেশ করে। ওই এলাকাটি নিচু হওয়ায় এবং গ্রামের পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় শতাধিক বসত বাড়িতে বৃষ্টির পানি উঠে গেছে। এতে করে ঘর বন্দি হয়ে পড়েছে ঐ এলাকার শতাধিক পরিবারের লোকজন। অন্যদিকে গৃহ পালিত পশু নিয়ে গ্রাম বাসীরা পড়েছেন দুর্ভোগে ।
বৃষ্টির পানিতে পৌর এলাকার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ড্রেনের ময়লা আবর্জনা সহ বাথরুমের নোংরা পানি ও ময়লা আবর্জনা ভেসে বেড়াচ্ছে রাস্তার উপরে অনেক বসতবাড়িতে, পানিতে ভেসে আসা ওই ময়লা আবর্জনা প্রবেশ করে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে পৌর এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। অনেকেই পানিবাহিত রোগে আক্রান্তের স্বীকার হচ্ছেন। তাছাড়া বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ওই গ্রামের কয়েকটি পুকুর। এতে ভেসে গেছে লক্ষাধিক টাকার মাছ। অনেকেই ক্ষয়ক্ষতি স্বীকার হচ্ছেন। অন্যদিকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ এমপির কবর স্থানটি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এদিকে একজন টমটম ড্রাইভার তাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন যাবত আমাদের এই পৌর শহরে পানি নিষ্কাসনের উপযুক্ত সুব্যবস্থা না থাকায় আমাদের পৌরবাসী এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি রাস্তায় জমে থাকা পানির কারণে বড় আকৃতির গর্ত হয়েছে, সেই গর্তে পরে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এছাড়াও পৌর এলাকার ৯নং ওয়ার্ড এর বাসিন্দা আলমগীর মিয়া বলেন এ ব্যাপারে পৌর পরিষদের কর্তৃপক্ষকে বারবার অবগত করেছি তারা আমাদের আশ্বস্ত করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আগেই আমাদের এই পানি নিষ্কাশনের সমস্যাটি সমাধান করবেন। এ ব্যাপারে আলাপকালে পুরান বাজারস্থ দক্ষিণ লেঞ্জাপারা এলাকার মোঃ সুহেল মিয়া বলেন, অল্প বৃষ্টি হলেই আমাদের এই সমস্যায় ভুগতে হয়। পানি নিস্কাসনের উপযুক্ত সুব্যবস্থা হলে আমাদের এই দুর্ভোগ পোহাতে হবে না বলে আশা করছি।