নবীগঞ্জে ২৫ কোটি টাকার ড্রেন নির্মাণ কাজে নয়- ছয়
নবীগঞ্জ পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকরনের লক্ষে ২৫ কোটি টাকার নির্মাণ ব্যয়ের কাজ পায় জনজেবি নামে ঠিকাদারী একটি প্রতিষ্ঠান। এরই মধ্যে নির্মাণ কাজও শুরু হয়ে গেছে। তবে কাজ শুরুর পর থেকে নানা অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে পৌর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে তদারকী করতে দেখা যায়নি। মাটি উত্তোলন থেকে শুরু করে বেশির ভাগ কাজই রাতের বেলা করা হয়। এদিকে গত ৮ আগস্ট বিকেলে নবীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ড্রেনেজে ভাসমান পানিতে সিসি ঢালাই দেওয়া হয়। পানিতে সিসি ঢালাই দেয়ার কারণে পরদিনই ভেঙে পড়ছে।
সরেজমিনে নবীগঞ্জ পৌরসভার নির্মাণ কাজে ভাসমান পানিতে ডালাই দেওয়া হচ্ছে এমনটা দেখা যায়। এসময় ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ব্যক্তিদের জিজ্ঞেস করলে তারা কথা বলতে রাজি হননি।
অপরদিকে গত ৮ আগস্ট সিসি ডালাই দেওয়ার পরদিন ৯ আগস্ট ভেঙে গেছে ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ড্রেনেজের সিসি ঢালাই। অনিয়ম দেখে স্থানীয় এলাকাবাসীর মনে চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এব্যাপারে নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী বলেন, ‘ঠিকাদারী প্রতিষ্ঠান আন্তরিক। তারা কোনো অনিয়ম করবে না। এক প্রশ্নের জবাবে তিনি ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম বলতে পারেননি।
জনবেজি ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানাজার ঈসমাইল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পানির উপর সিসি ঢালাই দিলে কোনো সমস্যা হয় না।