গোলাপগঞ্জে গরু চুরির অভিযোগে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে চোরাইকৃত গরু বিক্রি করতে গিয়ে ছাত্রলীগ নেতা সহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ । বৃহস্পতিবার ভোরে উপজেলার পৌর এলাকার ঘোষগাও গ্রামের ঘোষগাও মাদ্রাসার সামন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত তেরা মিয়ার পুত্র আব্দুল কাদির (৩৫), বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘা গ্রামের ইউসুফ আলীর পুত্র মনোয়ার হোসেন (৪২) ও একই ইউনিয়নের বাঘা রোস্তমপুর গ্রামের মৃত মোবারক আলীর পুত্র মুন্না আহমদ (৩০)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মুন্না আহমদ গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতির দায়িত্বে রয়েছে।
এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানার এস আই পার্থ সরথি দাস বাদী হয়ে একটি মামলা (মামলা নং-৮/১৯০, তারিখ-১০-০৮-২০২৩ইং) দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে একটি চোর চক্র পিকআপ যোগে একটি চুরাইকৃত গরু বিক্রির উদ্দেশ্যে ঘোষগাঁও গ্রামে নিয়ে আসছে। তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার এস আই পার্থ সারথি দাসের নের্তৃত্বে একদল পুলিশ গোলাপগঞ্জ পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার পথে ঘোষগাঁও মাদ্রাসার সামন থেকে চোর চক্রের সদস্য আব্দুল কাদির, মনোয়ার হোসেন ও মুন্না আহমদকে একটি লাল রংয়ের গরু সহ আটক করা হয়। আসামিদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে গরুটি শাহপরান (রহ.) থানা এলাকা থেকে চুরি করে বিক্রির উদ্দেশ্যে তারা নিয়ে যাচ্ছিলো। এসময় বহনকাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও জব্দ করে পুলিশ।
পুলিশ জিজ্ঞাসাবাদে আরো জানতে পারে, তারা উপজেলা বিভিন্ন গ্রাম থেকে গরু চুরি করে সিলেটের বিভিন্ন ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ।
চুরি করা গরু বিক্রির সময় উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মুন্না আহমদ গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম জানান, বিষয়টি শুনে আমরা সিলেট জেলা ছাত্রলীগকে অবগত করেছি। তারা বিষয়টি দেখে যে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বলবেন আমরা যে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো। গোলাপগঞ্জ প্রতিনিধি: