মাধবপুরে জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভা
হবিগঞ্জের মাধবপুরের আগামী ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন,বহরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীদাম দাশগুপ্ত,উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক শংকর পাল চৌধুরী,সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউপির চেয়ারম্যান বৃন্দ। সভায় জাতীয় শোক দিবসের স্থানীয় কর্মসূচি প্রনয়ণ ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়।