সাচনা বাজার চন্দ সমাজ কল্যাণ ও সেলুন সমিতির কমিটি গঠন
জামালগঞ্জের সাচনা বাজার চন্দ সমাজ কল্যাণ ও সেলুন সমিতির দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। শীল সম্প্রদায়ের সকল পেশাজীবি ও সেলুন ব্যবসায়ীদের নিয়ে সংগঠনটি গঠিত হয় ২০১৯ সালে।
শুক্রবার বিকেলে সাচনা বাজারস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ডা. গুনেন্দ্র চন্দ্র চন্দকে সভাপতি ও পঙ্কজ শীলকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটি গঠনপূর্ব সভায় সভাপতিত্ব করেন সমিতির উপদেষ্টা সাধন চন্দ্র শীল।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি রাখাল শীল, প্রাণেশ শীল, শ্যামল শীল, সহ সাধারণ সম্পাদক নৃপেন্দ্র শীল, সুজন শীল, সাংগঠনিক সম্পাদক ডা. জান্টু চন্দ্র চন্দ, সহ সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ ও রসরাজ শীল, কোষাধ্যক্ষ ধনঞ্জয় চন্দ, সহ কোষাধ্যক্ষ সজল চন্দ ও সুরঞ্জন শীল, প্রচার সম্পাদক নারায়ণ বৈদ্য, সহ প্রচার সম্পাদক সুকুমার শীল ও মাধব চন্দ, দপ্তর সম্পাদক তাপস শীল, সহ দপ্তর সম্পাদক হৃদয় রবি দাস, ধর্ম বিষয়ক সম্পাদক বিপ্লব শীল, সাংস্কৃতিক সম্পাদক চিত্তরঞ্জন শীল, সদস্য যীশু দাস, দেবাশীষ চন্দ, সেবেন্দ্র চন্দ, সুজন শীল ও তপন শীল।