বানিয়াচংয়ে মরহুম শরীফ উদ্দিন আহমেদ এমপির মৃত্যুবার্ষিকী পালিত
হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এডঃ শরীফ উদ্দিন আহমেদের ২৭ তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মিলাদ মাহফিল, মরহুমের কবর জিয়ারত,দোয়া ও শিরনী বিতরণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে উপজেলা আওয়ামী সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। শুক্রবার (১১ আগস্ট) বাদ জুমা আসকর উল্লা জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে মসজিদ সংলগ্ন কবরস্থানে কবর জিয়ারত করে দোয়া পরিচালনা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কবির হোসেন মাষ্টার,সাধারণ সম্পাদক আংগুর মিয়া, সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, শাহজাহান মিয়া, গোলাম কিবরিয়া লিলু,উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল, নজরুল ইসলাম, আসাদুর রহমান খান,হাবিবুর রহমান খসরু, ১ নম্বর উত্তর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাহেদ মিয়া, ৪ নম্বর দক্ষিণ পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ইনু,৫ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, ৯ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নানু মিয়া,১২ নম্বর সুজাতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকল মিয়া,উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডঃ মুর্শেদুজ্জামান লুকু, কৃষকলীগের সভাপতি কামাল উদ্দিন লাল,সাধারণ সম্পাদক সেবুল ঠাকুর, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল মিয়া, আজমল হোসেন খান, উপজেলা যুবলীগের সদস্য এডঃ আসাদুজ্জামান খান তুহিন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেল, সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান, মাওলানা আশিকুল ইসলাম,সাবেক ছাত্রনেতা আব্দুল বাছির প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মরহুমের পুত্র রাজনীতিবিদ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড: ময়েজউদ্দিন শরীফ রুয়েল, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্ত্তুজা হাসান। এ সময় মসজিদ চত্ত্বরে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিপুল ভূষণ রায়, স্মৃতি চ্যাটার্জি কাজল ছাড়াও বিভিন্ন স্তরের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন। মরহুম শরীফ উদ্দিন আহমেদ এমপি ১৯৯৬ সালের ৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছিলেন। মৃত্যুকালে তিনি বানিয়াচংআজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আআওয়ামীলীগের সভাপতি ছিলেন। এরপূর্বে তিনি হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন। হবিগঞ্জ জেলা আওয়ামীলীগকে তিনি তার দক্ষ নেতৃত্ব দিয়ে একটি শক্ত ভিত্তর উপর দাড় করিয়েছিলেন। তার মৃত্যুকালীন সময়ে হবিগঞ্জ জেলা সহ বানিয়াচং ও আজমিরীগঞ্জ এলাকার মানুষ শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন। উল্লেখ্য যে গত ৬ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা থাকায় মরহুম শরীফ উদ্দিন আহমেদর পূর্ব নির্ধারিত মৃত্যুবার্ষিকী উপজেলা আওয়ামী লীগ ১১ আগস্ট পালন করার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন।