৭ এপিবিএন’র অভিযানে ভারতীয় মদসহ আটক ১

দৈনিকসিলেট প্রতিবেদক :
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিলেট এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নি:) মো: মাইনউদ্দিন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ১৯ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় সুনামগঞ্জের জগন্নাথপুরের মজিদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত বাবুল দাস (৫০), জগন্নাথপুরের খাশিলা গ্রামের মৃত অদর দাসের পুত্র।
এ তথ্য নিশ্চিত করেছেন ৭ এপিবিএন সিলেটের মিডিয়া উইং এএসআই মোঃ পাবেল। তিনি জানান, এস আই (নিঃ) মো: আবু তাহের ঘটনার বিষয়ে বাদী হয়ে জগন্নাথপুর থানায় এজাহার দায়ের করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন