চুনারুঘাটে কাচুয়ায় দিনে দুপুরে দুঃসাহসিক চুরি!
হবিগঞ্জে চুনারুঘাটে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। চুরি-ডাকাতি যেন নিত্যদিনকার ঘটনা৷ উপজেলা জুড়ে রাতে বিরাতে চুরি ডাকাতির ঘটনার খবর আসলেও এখন দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটে চলেছে। আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের চরম উদাসীনতাকে দায়ী করছেন সাধারণ জনগণ।
চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের কাচুয়া গ্রামে দিনে দুপুরে ভয়াবহ ডাকাতির সংঘটিত হয়েছে। আজ শনিবার (১২ আগস্ট) দুপুরে কাচুয়া গ্রামের নজির মিয়ার বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের দল এ সময় নজির মিয়া ও কনা মিয়ার (দুই ভাই) ঘর থেকে ডলার, নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
জানা যায়, দেওরগাছ ইউনিয়নের কাচুয়া গ্রামের নজির মেয়ে কামরুন নাহারের বিয়ে ছিলো গতকাল শুক্রবার। আজ বৌভাত অনুষ্ঠানে পরিবারের সবাই জামাইর বাড়ীতে চলে যান। বাড়ী ফাঁকা পেয়ে ডাকাতদল এ সূযোগে নজির মিয়া ও কনা মিয়ার ঘরে হানা দেয়। ডাকাতি সংগঠিত করে।
নজির মিয়া বলেন, আমার ছেলের বউ তানিয়া জরদান প্রবাস থেকে ডলার,স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে এসেছিলেন। পাশাপাশি আমার মেয়ের বিয়েতে উপহারের মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা ছিলো। আমার ঘরেও মূল্যবান জিনিস ছিলো। সবকিছু লুট হয়ে গেলো। ডাকাতদল সবকিছু আলমারি ভেঙে একেবারে নিয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। পাশাপাশি আমার ভাইয়ের ঘর থেকেও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
এদিকে, চুনারুঘাটে ঘন ঘন ডাকাতির ঘটনা আইনশৃঙ্খলার নাজুক পরিস্থিতির দিকে ইঙ্গিত করছে বলে বলছেন সাধারণ জনগণ।
কাচুয়া গ্রামের এক বাসিন্দা বলেন, স্বাধীনতার পর আইনশৃঙ্খলার এত নাজুক পরিস্থিতি দেখি নাই। চুনারুঘাটে সাম্প্রতিককালে এত ভয়াবহ পরিস্থিতি দেখি নাই। আমরা এর সুরাহা চাই। পুলিশ বাহিনি যদি এগুলো নিয়ন্ত্রণ করতে ব্যার্থ হন তাহলে তারা বলে দিক,জনগণ পাহারা বসাবে।এস আই ফজলে রাব্বির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।