এক্তিয়ারপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের আলোচনা সভা
মাধবপুর উপজেলা চেয়ারম্যান, শিক্ষানুরাগী এস.এফ.এ.এম শাহজাহান বলেছেন মাধবপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ব্যক্তিগত ও পরিবারের পক্ষে অতীতের মত সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি ১২ আগষ্ট শনিবার সকালে মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান ও এলাকাবাসী উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়টি ২০১২সালে শেষ দিকে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল থেকে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ আর্থিক ও প্রশাসনিক সহযোগিতা করে আসছেন সৈয়দ মোঃ শাহজাহান।৬আগষ্ট বিদ্যালয়টি পাঠদানে অনুমতি পায়। বিদ্যালয়ের উন্নয়নে সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
এ উপলক্ষে আলোচনা ও মতবিনিময় আয়োজন করা হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি ইউপি সদস্য মোঃনওশাদ এর সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জে.সি হাই স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মোঃ আসগর আলী, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কে এম সাদেক বিল্লাহ, সহিদুল ইসলাম বাবু, ইউপি সদস্য আব্দুর রউফ,জসিম উদ্দিন,শফিকুর রহমান প্রমূখ। বক্তরা ও এলাকাবাসী এক্তিয়ারপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতার জন্য উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।