সিলেটে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের প্রশংসনীয় উদ্যোগ
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন, জেলা স্বাস্থ্য বিভাগ নানা ভাবে কর্মকান্ড চালালেও এবার সিলেটের নবাগত জেলা প্রশাসক শেখ রাসেল হাসান নিয়েছেন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।
তার নির্দেশে রবিবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে সিলেটজুড়ে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্ব স্ব উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
ডেঙ্গু প্রথম দিকে সিলেটের গ্রামে ছড়িয়েছিল । এখন শহরেও ছড়াচ্ছে। সামনে ডেঙ্গু পরিস্থিতি এই অঞ্চলে বাড়তে পারে- এমন আশঙ্কা থেকে জেলা প্রশাসকের এমন স্মার্ট কর্মসুচি। সিলেটের ডেঙ্গু পরিস্থিতি এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে ইতোমধ্যে জেলা প্রশাসক সভা করেছেন। সভা থেকে দেওয়া হয়েছে বেশকিছু নির্দেশনাও।
সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
এসময় উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌছিফ আহমেদ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ. এস. এম. কাসেম, এনডিসি আহসানুল আলম সহ প্রশাসনের কর্মকতারা। এছাড়া স্কাউটের সদস্যরা এবং স্কুল কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সকলের সহযোগিতা কামনা করেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধি করার বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন।