আব্দুল হালিম রাসেলকে ২৫ হাজার টাকা দিলেন রোমান ফরাজী

চুনারুঘাট প্রতিনিধি :
১২ আগষ্ট শনিবার দেওরগাছ ইউনিয়নের বাসিন্দা প্রতিবন্ধী আব্দুল হালিম রাসেলের ইজিবাইকের মূল্যবান ব্যাটারি ও মোটর চুরি হয়ে যাওয়ার কারণে দিশেহারা রাসেলের পাশে দাঁড়ালেন দেওর গাছ ইউনিয়নের চেয়ারম্যান মহিতুর রহমান রোমান ফরাজী।
জানা যায়, ১২ই আগস্ট শনিবার তাৎক্ষণিকভাবে দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান মুহিতুর রহমান রোমন ফরাজী তার বন্ধু হাজী আশরাফ সিদ্দিকী’কে জানান রাসেলের টমটম গাড়ী সম্পূর্ণ ভাবে ঠিক করতে ২৫ হাজার টাকা প্রয়োজন।হাজী আশরাফের দেওয়া ২৫ হাজার টাকা রাসেলের হাতে তোলে দেন।
প্রতিবন্ধী আব্দুল হালিম রাসেলকে ২৫ হাজার টাকা দেওয়ার সময় মহিতুর রহমান রোমন ফরাজী বলেন আব্দুল হালিম একজন ভিক্ষা করে খাওয়ার মত মানুষ,কিন্তু তিনি সেই পেশায় না যে টমটম চালিয়ে মধু বিক্রি করে জীবিকা নির্বাহ করত।তার টমটমের ব্যাটারি এবং মটর চুরি হয়ে যাওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েন জানতে পেরে মানবিকতার তাগিদে তিনি তার বন্ধু হাজী আশরাফ এর কাছে দারস্ত হন।