সুনামগঞ্জে চোরাকারবারি মামলা: গ্রেপ্তার ৩
দৈনিকসিলেটডটকম
সুনামগঞ্জের মধ্যনগরে চোরাকারবারি মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (১৩ আগস্ট) ভোর ৫টার দিকে দাতিয়াপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের কাঁচন মিয়ার ছেলে নুর আলী (৩৫), একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মহসিন আলী (৩৫) ও একই ইউনিয়নের চান্দালীপাড়া গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে আলী হোসেন (৪৩)।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, চোরাকারবারি মামলার আসামিরা ওই স্থানে অবস্থা করছে এমন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদকদ্রব্য মামলা রয়েছে বলেও জানান তিনি।