সিলেটে বঙ্গবন্ধুর ঐতিহাসিক আলোকচিত্র প্রদর্শনী ১৫ আগস্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আঞ্চলিক তথ্য অফিস সিলেটের আয়োজনে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনী উদ্বোধন করবেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের ঐতিহাসিক আলোকচিত্রসমূহের প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।