সিলেট মোবাইল পাঠাগারের ৮২৮ তম সাহিত্য আসর
সিলেট মোবাইল পাঠাগারের ৮২৮ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর সম্পন্ন হয়েছে। গত ১২ আগস্ট শনিবার সন্ধ্যা ৭.৩০ টায় সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট মোবাইল পাঠাগারের জীবন সদস্য কবি কামাল আহমদের সভাপতিত্বে ও মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক প্রভাষক আবদুল কাদির জীবনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক হৃষীকেশ রায় শংকর। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হৃদবন্ধন সাহিত্য পরিষদের সভাপতি ও আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু রায় হিমেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছয়ফুল আলম পারুল। এছাড়া উপস্থিত ছিলেন হৃদবন্ধন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক তপন চন্দ্র পাল, শাহপরান অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পারভেজ আহমদ রাজু।
মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে স্বরচিত লেখা পাঠ করেন কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, কবি মকসুদ আহমদ লাল, গীতিকার নুর মোহাম্মদ চৌধুরী মুবিন প্রমুখ।