শ্রেষ্ঠ ওসি হলেন দক্ষিণ সুরমা থানার শামসুদ্দোহা

দৈনিকসিলেটডটকম
সিলেট মেট্রোপলিটন পুলিশের আওয়াতাধীন সবকটি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন দক্ষিণ সুরমার অফিসার ইনচার্জ (ওসি)মো. শামসুদ্দোহা পিপিএম।
রোববার (১৩ আগস্ট) মহানগর পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় জুলাই মাসে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
এ সময় এসএমপির পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ গত জুলাই মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কৃতিত্বের জন্য ওসি মো. শামসুদ্দোহা পিপিএম’র হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
জানা যায়, দক্ষিণ সুরমা থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, বিট পুলিশিং কার্যক্রমে গতিশীলতা আনয়ন, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, মামলা নিষ্পত্তি, অপরাধ নিবারণে প্রিভেনটিভ পুলিশিং কার্যক্রম ইত্যাদিসহ অভিন্ন মানদন্ডের আলোকে বিবেচনায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
তার এ সাফল্যে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
পুরস্কার প্রাপ্তিতে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম জানান, দক্ষিণ সুরমা থানার জনগণের সহযোগিতা ও মহানগর পুলিশ সুপারের দিক নির্দেশনায় ও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছায় আমার এই প্রাপ্তি। এ পুরস্কার আমাকে ভবিষ্যতে জনগণকে আরও বেশি করে সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।