পর্যটকদের নিরাপত্তা নিয়ে আলোচনা সভা
টাংগুয়ার হাওর ও শহীদ সিরাজ লেক এ আগত হাউজবোড চলাচল ও পর্যটকদের নিরাপত্তা বিষয়ক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর থানা প্রাঙ্গণে এসভা অনুষ্ঠিত হয়।
এসআই আহমেদুল আরেফিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)আবু সাইদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা,সহকারী কমিশন ভূমি আসাদুজ্জামান রনি, তাহিরপুর সার্কেল( অতিরিক্ত দায়িত্বে) আলী ফরিদ আহমেদ প্রমুখ।
এসময় উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক ও হাউজবোডের মালিক ও শ্রমিকগন।