আশা’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
জাতীয় শোক দিবস ও জাতির পিতার ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বেসরকারি সংস্থা আশা’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে অসহায় ও হত-দরিদ্র ১৬৮ জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা, বিভিন্ন পরীক্ষা প্রদান ও ঔষুধ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের দয়ারবাজার আশা স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আশা’র সিলেট (সদর) জেলা সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার এম জি রায়হান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা সিলেট ডিভিশন শিক্ষা অফিসার হাবিবুর রহমান (মাহবুব), বাংলাদেশ কৃষি ব্যাংক দয়ার বাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল আজিজ, কোম্পানীগঞ্জ অঞ্চলের আরএমএসএম ফরিদ, পূর্বই সলামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য জরিনা বেগম, ২নং ওর্য়াড সদস্য আনিসুর রহমান, আশা দয়ার বাজার ব্রাঞ্চ ম্যানেজার এবিএম পায়েল, ব্রাঞ্চ শিক্ষা সুপারভাইজার মোহাম্মদ আমিনুল ইসলাম, ব্রাঞ্চের সিনিয়র এবিএম মনোরঞ্জন বৈষ্ণব, ব্রাঞ্চের ডাক্তার মোহাম্মদ আরিফুল ইসলাম, ব্যবসায়ী মোহাম্মদ আমির উদ্দিন, মুরব্বি ইয়াকুব আলী প্রমুখ।
এ ছাড়া প্রতিদিন নামমাত্র ২০ টাকা ফি’র মাধ্যমে সাধারণ রোগীরা এখান থেকে চিকিৎসা সেবা এবং স্বল্পমূল্যে সব ধরনের পরীক্ষা করাতে পারবে বলে ব্রাঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন।