কোম্পানীগঞ্জে কৃষি উন্নয়নে কৃষক/কৃষানী প্রশিক্ষণ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রপ ভিত্তিক দিনব্যাপী কৃষক/কৃষানী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ আগষ্ট) দিনব্যাপী কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের আওতাধীন ৫টি ইউনিয়ন থেকে প্রান্তিক পর্যায়ে বাছাইকৃত প্রকৃত প্রথম ব্যাচে ৩০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়।
আজকের কৃষক প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষিবিদ মোহাম্মদ আনিছুজ্জামান।
কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন জানান, প্রশিক্ষণের পাশাপাশি বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট এর গবেষণা প্লট হিসেবে স্থাপিত ২টি স্থান প্রদর্শনী পরিদর্শন।
রোপা আমন ধানের বীজতলা পরিদর্শন ও রোপা আমন এর লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।