১৫ই আগস্ট উপলক্ষে ৫৫ বিজিবির দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধি :
১৫ই আগস্ট মঙ্গলবার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন,বর্ডার গার্ড বাংলাদেশ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি।
৫৫ বিজিবির সরকারি পরিচালক ইয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমদাদুল বারী খান পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৫ বিজিবির টু ওয়াই সি মেজর তৌফিক আহম্মেদ, গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী, দুধ পাতিল বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার শাহজাহান, ক্রাইম রিপোর্টার আব্দুল জাহির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১৫ই আগস্টের সংক্ষিপ্ত আলোচনায় লেফটেন্যান্ট কর্নেল এমদাদুল বারী খান ১৫ ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের কথা স্মরণ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় সীমান্তের চোরা চালান সহ যেকোনো ধরনের অপরাধ সংগঠিত হলে বিজিবিকে তথ্যের মাধ্যমে সহযোগিতা করার আহ্বান জানান। পরে তিনি এলাকার ১শত দুস্থ নারী পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও (৫৫ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরসহ অধীনস্থ সকল বিওপির মসজিদে যোহর নামাজের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাত বরণকারী পরিবারবর্গের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর পূর্বে ব্যাটালিয়ন সদর ও বিওপির সকল মসজিদে বাদ ফজর হতে কোরআন খতম করা হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে রিভিলি হতে রিট্রিট পর্যন্ত বিজিবি’র সকল স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং বিজিবি’র সকল সদস্য কালো ব্যাজ পরিধান করে।