আদালত প্রাঙ্গনে বাদীকে হত্যা: একজনের মৃত্যুদণ্ড
রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ :
সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে বাদীকে প্রকাশ্যে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বুধবার (১৬ আগস্ট) বেলা ১২ টার দিকে জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ড. খায়রুল কবির রুমেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফয়েজ আহমেদ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গলাখাল গ্রামের মৃত মহিবুর রহমানের ছেলে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন-একই গ্রামের সেবুল মিয়া, সাজিদ মিয়া, এহসানুল করিম শাহান ও ইসরাইল কবির মারজান। তবে সেবুল মিয়া ছাড়া বাকি তিনজনই পলাতক রয়েছেন বলে জানা গেছে।