বীর মুক্তিযোদ্ধা শামছুননুর স্মৃতি সংসদ’র শোক দিবস উদযাপন
দৈনিকসিলেটডটকম
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সিলেট নগরীর মির্জজাঙ্গালস্থ জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হলরূমে বীর মুক্তিযোদ্ধা শামছুননুর স্মৃতি সংসদের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা শামছুননুর স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা মাহবুব আলম মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আকতার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. এমএ মুজাহিদ খান।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন স্বাধীনতা হোমিওপ্যাথি চিকিৎসক পরিষদ সিলেট বিভাগীয় সভাপতি রোটারিয়ান ডা. মো. ইমদাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি ডা. আবুল হাসান চৌধুরী, স্বাধীনতা হোমিওপ্যাথি চিকিৎসক পরিষদ সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা. মো. নাজমুল হক, জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল এসোসিয়েশন সিলেট বিভাগের সহ সভাপতি ডা. মো. শফিকুল ইসলাম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক নাট্যকার মোস্তাক আহমেদ, শব্দসিঁড়ি সাহিত্য পরিষদ ছাতক, সুনামগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি ইমামুল ইসলাম রানা, কবি ও গীতিকার ওবায়দুল মুন্সী,সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট এর কম্পিউটার ইন্সট্রাকটর শিক্ষক শেখ ইসমাঈল হোসেন, শীতলপাটী সাহিত্য পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক রওনক আহমদ এনাম, সংগঠনের উপদেষ্টা মো. এমদাদুল হক, সহ সভাপতি মো. আরজু মিয়া প্রমুখ।