পুলিশের বাধা উপেক্ষা করে আলিয়া মাঠে সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত
দৈনিকসিলেটডটকম
সিলেটে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) দুপুর দুইটার দিকে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
পুলিশের অনুমতি না পাওয়ায় বুধবার সকালে জানাযা হবেনা বলে জানিয়ে ছিলো সিলেট মহানগর জামায়াত।
যোহরের নামাজ পরে আলিয়া মাদ্রাসার মাঠে সাঈদী ভক্তরা জড়ো হয় এবং পুলিশের বাধা উপেক্ষা করে জানাযা নামাজ সম্পন্ন করেন। জানাজা শেষ মিছিল আকারে মাদ্রাসা মাঠ ত্যাগ করেন নেতাকর্মীরা।
জানাজা শেষে জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী সরকার বিরোধী স্লোগান দিতে দিতে মাঠ ত্যাগ করে।
এসময় আলিয়া মাদ্রাসার আশপাশের এলাকায় সকর্ত অবস্থান নেয় পুলিশ।
মাঠে উপস্থিত জামায়াতের এক নেতা বলেন, আমাদের সংগঠন থেকে প্রথমে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হলেও পরে পুলিশের অনুমতি না থাকায় আমরা সেই সিদ্ধান্ত থেকে সরে দাাঁড়াই। যোহরের নামাজের পর সাধারণ কিছু মুসল্লী গায়েবানা জানাজা পড়েছেন। এটি আমাদের সাংগঠনিক জানাজা ছিলো না।
গত সোমবার (১৪ আগষ্ট) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।