স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সৎ এবং পরিশ্রমী হওয়ার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার

দৈনিকসিলেটডটকম
সিলেটের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী এনডিসি বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের চিন্তা চেতনায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে চলেছে বাংলাদেশ। তাঁর সুনিপুণ-সফল নেতৃত্ব বিভিন্ন ক্ষেত্রে দেশব্যাপী অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে এই উন্নয়ন এবং সফলতার গল্প দেশের মানুষকে জানাতে হবে।
বুধবার (১৬ আগস্ট) সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথাযথ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, মানবসম্পদ উন্নয়ন, অবকাঠামাে ও প্রযুক্তির উন্নয়ন, বৈদেশিক বাণিজ্যের বিস্তৃতি, বৈদেশিক কর্মসংস্থান, শক্তিশালী বাজার পরিকল্পনা প্রভৃতির কারণে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হিসেবে আত্ম প্রকাশ করবে। আর এই লক্ষ্য বাস্তবায়নে সরকারী কর্মকর্তা কর্মচারীদের সৎ এবং পরিশ্রমী হওয়ার বিকল্প নেই।
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মো: বদরুল হক, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী সন্দ্বীপ কুমার সিংহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,ক্যাব সিলেটের সভাপতি জামিল চৌধুরী, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, প্রবীন সাংবাদিক আফতাব চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌছিফ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।
বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী এনডিসি বক্তাদের বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেন। সিলেটের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় নোট করেন।
তিনি বক্তাদের উদ্দেশ্যে বলেন, আমি আমার অবস্থান থেকে সমস্যাগুলোর সমাধান করতে চেষ্টা করবো। তিনি বলেন আমার মোবাইল ফোন সবসময় খোলা আছে আপনাদের যে কোন সমস্যার কথা আমাকে জানাতে পারেন।
সভাপতির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, আমরা অত্যন্ত দক্ষ এবং বর্ণাঢ্য জীবনের অধিকারী আমাদের অভিভাবক (বিভাগীয় কমিশনার) পেয়েছি যার নেতৃত্বে এবং দিক নির্দেশনায় আমরা সিলেটকে এগিয়ে নিতে পারবো।