কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় গ্রেফতারি পরোয়ানাসহ দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আজাদ মিয়া (২৫) কে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
সে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বিজয় পাড়ুয়া (মাঝেরগাও) এর মৃত আকরাম আলীর ছেলে।
বুধবার কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় দৈনিক সিলেট’কে জানান, সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধী গ্রেফতারে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ সিলেট।
এরই ধারাবাহিকতায় আজ ভোর থেকে কোম্পানীগঞ্জ থানার এএসআই টিপু সুলতান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জ থানাধীন উত্তর রণিখাই ইউনিয়ন এর মাঝেরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত এ আসামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়।