ফের প্রেমে পড়েছেন ৯২ বছরের ধনকুবের রুপার্ট মারডক
দৈনিকসিলেট ডেস্ক :
মিডিয়া মোগল রুপার্ট মারডক (৯২) আবারও প্রেমে পড়েছেন। তার বর্তমান বান্ধবী এলেনা জুকোভা (৬৬)। তিনি একজন মলিক্যুলার বায়োলজিস্ট। মারডোক এবং জুকোভাকে সৈকতে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। তবে তারা আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানাননি। সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চলতি বছরের শুরুর দিকে পঞ্চমবার বিয়ের পিঁড়িতে বসার ঘোষণা দেন ধনকুবের রুপার্ট মারডক। যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার নাম অ্যান লেসলি স্মিথ (৬৬)। তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একজন সাবেক পুলিশ চ্যাপলেইন (পুলিশের বিশেষ পরামর্শক)। কিন্তু বাগদানের দু সপ্তাহের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে।
প্রতিবেদনে বলা হয়, রুপার্ট মারডক অস্ট্রেলিয়ার মিডিয়া কোম্পানি নিউজ কর্পোরেশনের নির্বাহী চেয়ারম্যান। তার বর্তমান বান্ধবী এলেনা জুকোভা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার মেডিকেল রিসার্চ ইউনিটে আণবিক জীববিজ্ঞানী হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি অবসরে গেছেন।
রুপার্ট মারডক তার তৃতীয় স্ত্রী চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংয়ের মাধ্যমে জুকোভার সাথে পরিচিত হন। স্থানীয় গণমাধ্যম থেকে জানা গেছে মারডক ও জুকোভা জুটি এখন ভূমধ্যসাগরে অবকাশ যাপন করছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ান বিমান সেবিকা প্যাট্রিসিয়া বুকারকে মারডক বিয়ে করে। এটিই ছিল তার প্রথম বিয়ে কিন্তু ১৯৬৭ সালেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। একই বছর মারডোক স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আনা মানকে বিয়ে করেন। তাদের সংসার টিকে ছিল ১৯৯৯ সাল পর্যন্ত। একই বছর বিয়ে করেন ওয়েন্ডি ডেংকে, ২০১৩ সাল পর্যন্ত তারা সংসার করেন। ২০১৬ সালে লন্ডনের সাবেক সুপার মডেল জেরি হলকে বিয়ে করেন মারডোক। ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়।
এছাড়া, কিথ রুপার্ট মারডক বাবার মৃত্যুর পর মাত্র ২২ বছর বয়সে সংবাদপত্রের ব্যবসার হাল ধরেন। রুপার্ট ও তর পরিবারের সদস্যরা পাঁচটি দেশজুড়ে মোট ১২০টি সংবাদপত্রের মালিক। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট, ফক্স নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নাল এবং যুক্তরাজ্যের দ্য সান ও দ্য টাইমসের মালিক রুপার্ট।
চলমান এই দাবানল এরইমধ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের সব থেকে প্রাণঘাতী দুর্যোগের রেকর্ড করেছে। গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এমন ভয়াবহতা দেখেনি দেশটি।