সিলেট সদরে শিক্ষকের ৫২ পদ শূন্য, স্কুলে পাঠদান ব্যাহত

দৈনিকসিলেটডটকম
সিলেট সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে দীর্ঘ দিন থেকে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক মিলে শূন্য পদ রয়েছে ৪৭টি। যার ফলে বিদ্যালয়ের দাপ্তরিক কাজ ও পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সিলেট সদর উপজেলার শিক্ষা কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, সিলেট সদর উপজেলার ১২৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষক নেই ২৪টিতে আর সহকারী শিক্ষকের পদ শূন্য ২৩টি।
শিক্ষক-সংকট বিষয়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সহকারী শিক্ষক না থাকলে বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও দাপ্তরিক কাজের পাশাপাশি অনেক ক্লাস নিতে হয়। আবার প্রধান শিক্ষক না থাকলে সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। এতে দাপ্তরিক কাজ করতে গিয়ে ঠিকমতো ক্লাস নিতে পারেন না। সব মিলিয়ে শিক্ষক-সংকটের কারণে বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে খুদে শিক্ষার্থীরা।
এদিকে অভিভাবকরা শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগের দাবী জানিয়েছেন।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার এর সাথে কথা বললে তিনি জানান, আমরা ইতোমধ্যে সিলেট সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে যে শূন্য পদ রয়েছে সে গুলো পূরণের জন্য কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠিয়েছি।
তিনি আরো জানান, প্রাইমারী বিদ্যালয় গুলোতে সরকারি নিয়োগ প্রক্রিয়া ও শুরু হয়েছে।
উল্লেখ্য, ৩৪ ব্যাচ (বিসিএস) এর কর্মকর্তা নাছরীন আক্তার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে
২৫ মে ২০২৩ইং তারিখে সিলেট সদর উপজেলায় যোগদান করেন। তাঁর কর্মতৎপরতায় ইতোমধ্যে তিনি সাধারণ মানুষের দৃষ্টি আর্কষণ করতে সক্ষম হয়েছেন। উপজেলা প্রশাসনেও গতি ফিরে এসেছে।