কোম্পানীগঞ্জে ৬টি চোরাই গরুসহ আটক ১
সিলেটের কোম্পানীগঞ্জে ছয়টি চোরাই গরুসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল গ্রাম থেকে গরুসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল গ্রামের মৃত আজর আলীর পুত্র রিয়াছত আলী (৫৫)।
পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল গ্রামের জনৈক রিয়াছত আলীর গোয়ালঘরে ছয়টি চোরাই গরু বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছে বুধবার রাত সাড়ে ১০টায় এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুরঞ্জিত তালুকদার ও এসআই মাসুদের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬ টি গরু রেখেই আসামী রিয়াছত আলী ও অন্যান্য আসামীরা পালানোর চেষ্টা করলে রিয়াছত আলী (৫৫) আটক হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক রিয়াছত আলী গোয়ালঘরে রাখা ৬ টি গরু সম্পর্কে সদুত্তর দিতে পারে নি এবং কোন কাগজ উপস্থাপন করতে পারে নি। পরে উনি স্বীকার করেন যে আটককৃত গুরু চোরাই ছিল এবং সে সহ তার সহযোগীরা জানতো।
এ ঘটনায় ১৭ আগস্ট, বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ থানায় দুইজনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও কয়েকজনকে। যার মামলা নং -১৭।
কোম্পানীগঞ্জ থানার (ওসি) হিল্লোল রায় বলেন, চোরাই গরুসহ আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে চোরাই গরুর সত্যতা স্বীকার করেছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।