দেশব্যাপী একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে মাধবপুরে আ.লীগের বিক্ষোভ

নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ২০০৫ সালের ১৭ আগস্ট নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’ (জেএমবি) কর্তৃক দেশের ৬৩ জেলায় একযোগে পাঁচ শতাধিক বোমা বিস্ফোরণ করে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের এই দিনে সারাদেশব্যাপী (মুন্সীগঞ্জ বাদে) যুগপৎ বোমা হামলা চালিয়েছিল জেএমবি।
বৃহস্পতিবার ১৭ই আগস্ট বিকালে সাড়ে ৫টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচি অংশ হিসেবে মাধবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশের সভাপতি করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। সঞ্চালনায় করেন উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান।
এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, যুবলীগের সাংগঠনিক সম্পাদক শংকর পাল চৌধুরী, আদাঐর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম খান, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক সুজন রায়, যুগ্ম আহবায়ক উজ্জল পাঠান, পৌর যুবলীগের আহবায়ক একরামুল আলম লেবু,যুগ্ন আহবায়ক নুরুল আলম রিপন,সুমন রায়,টুটুল খান, পৌর সেচ্ছাসেবক লীগের আহবায়ক জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আতাউল সামাদ বাবু, পৌর ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ নাহিদ মিয়া, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রমূখ।
উপজেলা আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বলেন ২০০৫ সালে ১৭ই আগস্ট তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারের মদদে নিষিদ্ধ ঘোষিত জেএমবির সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর সারাদেশের আদালত প্রাঙ্গণ সহ সারা দেশে একযোগে স্পটে সিরিজ বোমা হামলা চালিয়েছিলেন।ওই ঘটনা সারাদেশে ১৪৯ টি মামলা দায়ের করা হয়েছিল বিভিন্ন মামলা এক হাজার জঙ্গি শনাক্ত করা হলেও তার মধ্যে মাত্র ৩০০ জঙ্গির বিচারের আওতায় এসেছে বাকিরা এখনো বিচারের বাইরে রয়ে গেছে। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এছাড়াও আওয়ামী লীগ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ কে জামার যুদ্ধের সন্ত্রাস কর্মকাণ্ড ছালাতে না পারে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে আহ্বান জানান।