জমিরুল হক’র মৃত্যুতে লিডিং ইউনিভার্সিটির শোক

দৈনিকসিলেটডটকম
রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির কর্মকর্তার মৃত্যুতে লিডিং ইউনিভার্সিটির শোক
সিলেটের রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির কর্মকর্তার মৃত্যুতে শোক জানিয়ে লিডিং ইউনিভার্সিটি পরিবার। মো. জমিরুল হক তালুকদার, সহকারি পরিচালক (ইনচার্জ), রাগীব রাবেয়া বাংলাদেশের স্পোর্টস একাডেমি, রাগীব নগর, দক্ষিণ সুরমা, সিলেট গতকাল (বৃহস্পতিবার) রাতে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার এই আকস্মিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, উপাচার্য অধ্যাপক ড. কাজী আজিজুল মওলা ও ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। এক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।