সুনামগঞ্জে ৫ সহস্রাধিক মানুষকে চিকিৎসা দিল “বঙ্গবন্ধু ফ্রি মেডিকেল ক্যাম্প”

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ :
জাতির জনক বঙ্গবন্ধু ও মহান শহীদদের স্মৃতি স্মরণে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করেছে “বঙ্গবন্ধু ফ্রি মেডিকেল ক্যাম্প”। শনিবার ১৯ আগস্ট দিনব্যাপি এ কার্যক্রম চলে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরে অবস্থিত ইকরছই মাদ্রাসা প্রাঙ্গনে ৫ সহস্রাধিক অসহায় মানুষকে এ সেবাদান করা হয়।
“বঙ্গবন্ধু ফ্রি মেডিকেল ক্যাম্প” এর উদ্যোক্তা যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
সার্বিক সহযোগিতায় ছিলেন- নর্থ ইস্ট স্কটল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ছাদিক মিয়া, সাবেক ফুটবলার ও সমাজসেবক সৈয়দ সাজ্জাদ মিয়া, আওয়ামী লীগনেতা, ব্যবসায়ী সৈয়দ আজমল আলী।
মহতী এ কাজের উদ্দোক্তা সৈয়দ ফারুক বলেন, আওয়ামী লীগ দরিদ্র-নিপীড়িত, অসহায় মানুষের বন্ধু ও গণমানুষের দল হিসেবে সমাদৃত। দেশে শিক্ষা, চিকিৎসা সর্বোপরি সামাজিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঠামোগত উন্নয়ন প্রকল্পের রূপরেখার অংশ হিসেবে এবং জাতীয় শোক দিবস উপলক্ষে মানুষের জন্য আমার এ প্রচেষ্টা।
উল্লেখ্য, এ আসনের সর্বত্র রাতদিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচার কার্যক্রম প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন তিনি। এলাকায় দুর্ঘটনা-দুর্বিপাকে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন নিরবে-নিভুতে। শোকাবহ আগষ্ট মাসে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনায় এ আসনের প্রতিটি এলাকায় দোয়া মাহফিল করে আসছেন বঙ্গবন্ধুর আদর্শেগড়া স্বচ্ছ-অাদর্শিক সাবেক এই ছাত্রনেতা।