দেওয়ান জাকিরকে কারাগারে প্রেরণ, খন্দকার মুক্তাদিরের নিন্দা
সিলেট মহানগর ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকিরকে ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে প্রেরণের তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। অবিলম্বে
দেওয়ান জাকিরসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তিনি।
শনিবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ক্ষমতাসীন সরকার আদালতকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম নিপীড়ন চালিয়ে যাচ্ছে। তাদের একটাই উদ্দেশ্য চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বাধাগ্রস্থ করা। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি পুরনো মামলায় জামিন নিতে গেলে ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা দেওয়ান আরাফাত চৌধুরী জাকিরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। হামলা-মামলা, জেল-জুলুম-নিপীড়ন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে দেওয়ান আরাফাত চৌধুরী জাকির সহ সকল রাজবন্দীদের মুক্তি দিন।