ডিমাই সমাজকল্যাণ ঐক্য পরিষদের প্রবাসী সংবর্ধনা প্রদান
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
পুর্ব দিকে পাথারিয়া পাহাড় আর দক্ষিণে নয়নাভিরাম মাধবকুণ্ড জলপ্রপাত ঘিরে উচু-নিচু পাহাড়ের সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করে পাহাড়ের ফাকে ফাঁকে দৃষ্টিনন্দন চা-বাগানে সবুজে আবৃত করে রেখেছে।
এই জনপদে পান চাষ করে আজ অনেকেই সফল ব্যবসায়ী হিসেবে সু-খ্যাতি অর্জন করেছেন। বর্তমানে শিক্ষা-সংস্কৃতি, শিল্পে পিছিয়ে নেই তাঁরা সরকারের পাশাপাশি প্রবাসীরাও রাখছেন বিশেষ অবদান। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ০৬ নং সদর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড নিয়ে গঠিত বৃহত্তর ডিমাই গ্রাম। প্রকৃতির অপার সৌন্দর্য্যের এই গ্রামটির উদীয়মান যুবক ক্রীড়া সংগঠক জিয়াউল হক শিপারের প্রচেষ্টায় যুবকরা সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।
সামাজিক ও ক্রীড়া সংগঠনের মাধ্যমে তাঁরা বেশ স্বনাম অর্জন করেছে। বর্তমানে প্রবাসী অধ্যুষিত এই জনপদে প্রবাসীদের সার্বিক সহযোগিতায় মানবিক কার্যক্রমে তারা বেশ বলীয়ান। বিভিন্ন শ্রেনীপেশার যুবক-তরুণদের সমন্বয়ে গঠিত আর্তমানবতার সেবায় নিয়োজিত বৃহত্তর ডিমাই সমাজ কল্যাণ ঐক্য পরিষদের আয়োজনে মানবিক কল্যাণে বিশেষ অবদান রাখায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮ টায় স্থানীয় জিম্মি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বৃহত্তর ডিমাই সমাজ কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি জিয়াউল হক শিপারের সভাপতিত্বে ও ক্রীড়া ধারাভাষ্যকার আহমেদ নোমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল।
বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দিন, ইউপি সদস্য ফখরুল আলম, আবজল হোসেন আউয়াল, বৃহত্তর ডিমাই সমাজকল্যাণ ঐক্য পরিষদের উপদেষ্টা আব্দুস শুক্কুর, মুজিবুর রহমান লাল, আব্দুল কাইয়ুম, এমরান হোসেন সাজু। এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা রিয়াজ উদ্দিন, গিয়াস উদ্দিন, সাহেদ আহমদ, জুবের আহমদ, হোসাইন রহমান মান্না, শিপলু আহমদ ও সদস্য হাফেজ লোকমান আহমদ, হারুন আহমদ, আব্দুল জব্বার, আব্দুল মজিদ, নাসির ইমরান, শিপার আহমদ বাদল, নরুল ইসলাম, আল আমিন প্রমুখ।
এসময় উপস্থিত বক্তাগন বৃহত্তর ডিমাই সমাজ কল্যাণ ঐক্য পরিষদের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রবাসীরা নিজের ঘামের পরিশ্রমের টাকা নিজের পরিবারের পুরোপুরিভাবে চাহিদা না মিটিয়ে সমাজের অসহায় পরিবারের জন্য ব্যয় করেন। সেজন্য তাদের প্রতি ও এই সংগঠনের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে তাদের এই সংগঠনের সহযোগিতা অব্যাহত ছিলো। এছাড়াও ডিমাই গ্রামের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহসহ অসুস্থ রোগীর চিকিৎসা, কন্যাদায়গ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহয়তা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যয়ভার গ্রহণসহ আর্ত মানবতায় বিশেষ ভূমিকা পালন করছে।