৭ এপিবিএন’র অভিযানে গাঁজাসহ যুবক আটক
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশনায় ও এসআই নুরুল হুদার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (২০ আগস্ট) রাত ৯টা ২৫ মিনিটের সময় সিলেটের বিশ্বনাথ পৌরসভার খাজাঞ্চী রোডস্থ হাসান এবং হুসাইন ভেরাইটিজ স্টোরের সামনে থেকে তাকের আটক করা হয়।
আটককৃত মোঃ মঈন উদ্দিন (২৮) বিশ্বনাথের জানাইয়া গ্রামের রুস্তম আলী ছেলে।
এসআই মোঃ নুরুল হুদা ঘটনার বিষয়ে বাদী হয়ে বিশ্বনাথ থানায় এজাহার দায়ের করেন।