বিশ্বনাথ ডিগ্রী কলেজে ছাত্রদলের র্যালিতে ছাত্রলীগের হামলা, আহত ৬

নিজস্ব প্রতিবেদক বিশ্বনাথ :
সিলেটের বিশ্বনাথ ডিগ্রী কলেজে বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তিপূর্ণ রেলিতে কলেজ ছাত্রলীগ কর্তৃক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রদলের ৬ নেতাকর্মী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
স্থানীয় নিয়ে জানা যায়, গতকাল ১৫ নভেম্বর পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্বনাথ ডিগ্রী কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা নবীন ছাত্রদের নিয়ে একটি র্যালির আয়োজন করে। র্যালিটি কলেজ প্রাঙ্গণ প্রদর্শন করে কলেজের মেন গেইটে আসা মাত্রই ছাত্রলীগের নেতাকর্মিরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রদলের ৬ নেতাকর্মী গুরুতর ভাবে আঘাত প্রাপ্ত হন। তারা সবাই বিশ্বনাথ ডিগ্রী কলেজের ছাত্র। আহতরা হলেন:- উত্তর মীরেরচর গ্রামের আব্দুল হান্নানের ছেলে দবির আলী, শ্রীধরপুর গ্রামের আব্দুর রউফ এর ছেলে আব্দুল কাইয়ুম, আলাপুর গ্রামের ওয়ারিছ আলীর পুত্র আক্তার আহমদ ও তাতিকোনা গ্রামের মতছির আলীর ছেলে হোসাইন আহমদ প্রবাল। অন্যান্য আহতদের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে বিশ্বনাথ ডিগ্রী কলেজের ছাত্রদলের সভাপতি রাসেল আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের শান্তিপূর্ণ প্রোগ্রামে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের গুন্ডাবাহিনী ছাত্রলীগ অন্যায় ভাবে তাদের আক্রমণ করেছে। তিনি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনের আওতায় এনে বিচার দাবি করেন। অপরদিকে এ ঘটনার বিষয়ের ছাত্রলীগের বিশ্বনাথ ডিগ্রী কলেজের সভাপতি শিথল বৈদ্য এর সাথে যোগাযোগ করার চেষ্টা করিলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
ঘটনার বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ বলেন, মারামারির ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।