প্রকাশ্যে নারীর চুমু খেয়ে বিপাকে স্পেনের ফুটবল প্রধান

দৈনিকসিলেট ডেস্ক :
২০২৩ সালের নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। ইংল্যান্ডকে ১-০ গোলে পরাজিত করে প্রথমবারের মতো নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছে স্পেনের মেয়েরা। কিন্তু নারী বিশ্বকাপের পর্দা নামার পর লা রোজাদের এই সাফল্যের চেয়ে এক চুমুর ঘটনা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
শিরোপা নিশ্চিতের পর পুরস্কার নিতে যখন নারী দলের ফুটবলাররা একে একে স্টেজে উঠছিলেন, সে সময় সকলকেই জড়িয়ে ধরে চুমু দিচ্ছিলেন স্পেনের ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। এ সময় আনন্দে আপ্লুত হয়ে কয়েকজনকে কোলেও তুলে নেন তিনি। স্পেনের সংস্কৃতি অনুযায়ী যা অতি স্বাভাবিক দৃশ্য।
তবে স্প্যানিশ মিডফিল্ডার জেনিফার হারমোসোর সঙ্গে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছেন রুবিয়ালেস। স্টেজে ওঠার পর তাকে জড়িয়ে ধরে ঠোটে চুমু করে বসেন স্পেন ফুটবল প্রধান। মুহূর্তে এই দৃশ্য ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি দুজনের চুমু দৃশ্যের সংবাদটি প্রকাশ করেছে দুই স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপার্তিভো ও এস্তাদিও দেপার্তিভো।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অন্যদের তুলনায় হারমোসোকে দীর্ঘ সময় আলিঙ্গন করেন রুবিয়ালেস। দুহাতে জড়িয়ে উঁচুতেও তুলে ধরেন। একে অপরের সঙ্গে কথাও বলেন। একপর্যায়ে হারমোসোকে জাপটে ধরে ঠোটে চুমু খান রুবিয়ালেস।
বিষয়টি যে স্প্যানিশ তারকা হারমোসোর মোটেও পছন্দ হয়নি সেটি ইনস্টাগ্রাম লাইভে এসে তিনি জানিয়েছেন। ক্ষোভ প্রকাশ করে স্প্যানিশ মিডফিল্ডার বলেছেন, ‘আমার এটা বিন্দুমাত্র পছন্দ হয়নি।’
পরবর্তীতে নিজের ফুটবল ফেডারেশনের সভাপতির পাশে দাঁড়ান স্প্যানিশ তারকা। সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, হার্মোসো দাবি করেছেন ফুটবল প্রধান বিশ্বকাপ জয়ের আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। ফেডারেশনের সভাপতি যা করেছেন, তা নেহাতই স্নেহ এবং কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।
স্প্যানিশ ফেডারেশনের এক মুখপাত্র এএফপিকে বলেছেন এই ধরনের ঘটনা এমন মুহূর্তে ঘটতেই পারে, ‘স্বতঃস্ফূর্ত উদযাপনের সময় এমনটা হতেই পারে। আর তারা দু’জন ভালো বন্ধু।’
এ নিয়ে স্পেন ফুটবলের প্রধান কর্তা রুবিয়ালেস বলেছেন, ‘সবখানেই ইডিয়ট আছে। যখন দুজন মানুষের কোনো গুরুত্ব ছাড়াই স্নেহপূর্ণ মুহূর্ত থাকে, তখন আমরা নির্বোধদের কথায় কান দিতে পারি না। আমরা চ্যাম্পিয়ন, আমি এটা নিয়েই আছি। আমরা ট্রফি জেতার জন্য অনেক পরিশ্রম করেছি। আপনারা জানেন কয়েক মাস আগেও আমাদের দলের মধ্যে (খেলোয়াড় বিদ্রোহ) অস্থিরতা ছিল। শেষ পর্যন্ত আমরা পরিশ্রমের ফল পেয়েছি।’
তবে ইচ্ছা করে হোক বা বিশ্বকাপ জয়ের আনন্দে আত্মহারা হয়ে হোক, স্পেন ফুটবল প্রধানের চুমুকাণ্ডে ক্ষোভ ঝাড়ছেন নেটিজেনরা। টুইটারে স্পেনের এক সমর্থক লেখেন, ‘আমার কোনও ভাষা নেই। ওর (হার্মোসো) মুখ চেপে ধরেন এবং তাকে চুমু খান স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি? বিশ্বব্যাপী একটি টুর্নামেন্টের সরাসরি সম্প্রচারের এরকম হেনস্থাকারীদের থেকে রেহাই মিলছে না।’