শায়েস্তাগঞ্জে গাঁজাসহ যুবক আটক
মিজানুর রহমান সুমন, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ উপজেলায় দুই কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। আটককৃত মোঃ রাজন মিয়া (১৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ঝিনুক্কাপাড়া গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সুত্রে জানা যায়, সোমবার (২১ আগষ্ট) রাতে চুনারুঘাট উপজেলার নতুন ব্রীজ গোলচত্তর এম. এ. রব এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাঈনুল ইসলাম ভূঁইয়া’ এর নেতৃত্বে এসআই মনিরুল ইসলাম চৌধুরী ও এএসআই খন্দকার বাবুল ইসলাম সহ একদল পুলিশ মহাসড়কের নতুন ব্রীজ গোলচত্তর এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
এ ব্যাপারে (ওসি) মোহাম্মদ মাঈনুল ইসলাম ভূঁইয়া জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিকে গাঁজা সহ কোর্টে প্রেরন করা হবে।