কোম্পানীগঞ্জে জালদলিল নিবন্ধন করার সময় আটক ৩
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
ভুয়া মালিক সেজে ও ক্রেতা সাজিয়ে জাল দলিল নিবন্ধনকালে তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- উপজেলার উত্তর রাজনগর গ্রামের ভুয়া দলিল দাতা আব্দুল মালিক (৮৬), তাজুল ইসলাম (৫৪) ও দলিল শনাক্তকারী অজি উদ্দিন (৩৫)।
পুলিশ ও সাব-রেজিস্ট্রি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার মেঘারগাঁও গ্রামের সবুজ নামের ব্যক্তিকে ক্রেতা সাজিয়ে উত্তর রাজনগর গ্রামের আব্দুল মালিক ও তাজুল ইসলাম ভুয়া মালিক সেজে ১০ শতাংশ জমির জাল দলিল তৈরি করেন। জাল দলিল নিবন্ধন করার জন্য সাব রেজিস্ট্রার আখলাকুর রহমানের এজলাসে উপস্থাপন করেন। এসময় জাল দলিল তৈরির বিষয়টি ধরা পড়েছে। বিষয়টি তৎক্ষণাৎ উপজেলা প্রশাসনকে অবহিত করেন সাব রেজিস্ট্রার।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান, জাল দলিল নিবন্ধনের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সাব-রেজিস্ট্রি কার্যালয়ের মোহরার বাদী হয়ে ছয়জনকে আসামি করে একটি দলিল জালিয়াতির মামলা করেছেন।