ঢাকা-নারিতা ফ্লাইট চালু হচ্ছে ১ সেপ্টেম্বর

দৈনিকসিলেটডেস্ক
আগামী ১ সেপ্টেম্বর ঢাকা থেকে জাপানের নারিতায় সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এটাকে সিডিউল ফ্লাইট বলা হলেও মূলত এটি প্রমোশনাল ফ্লাইট। এই ফ্লাইটে সাধারণ যাত্রীদের পাশাপাশি রাষ্ট্রীয় খরচে প্রচার চালাতে ৮৪ জনের একটি দল যাবে। এই তালিকায় ২১ জন গণমাধ্যমকর্মীসহ বিমান মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ১০টি ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরাও রয়েছেন।
জানা গেছে, ১৯৭৯ সালে টোকিও ফ্লাইট চালু করেছিল বিমান। ১৯৮১ সালে সাময়িক বিরতির পর ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চালাতে শুরু করে বিমান। পরে বাণিজ্যিকভাবে লাভজনক না হওয়ায় ২০০৬ সালে সেটি বন্ধ হয়ে যায়। ১৭ বছর পর ফের চালু হতে যাচ্ছে এই রুট। বিমান কর্তৃপক্ষ গত ২১ আগস্ট যাত্রীদের এই তালিকা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠায়।
বিমান সূত্র জানায়, গত ২৫ জুলাই থেকে নারিতা রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে। ঢাকার পাশাপাশি কাঠমান্ডু, দিল্লি ও কলকাতার যাত্রীরাও বিশেষ মূল্যের টিকিট ক্রয় করতে পারছেন। ১৫ আগস্ট পর্যন্ত ৫ শতাংশ ডিসকাউন্ট মূল্যে টিকিট বিক্রি করা হয়েছে। অফার ছাড়া ঢাকা থেকে এ রুটের একমুখী সর্বনিম্ন ভাড়া ৭০ হাজার ৮২৮ টাকা থেকে শুরু এবং রিটার্ন টিকিটের মূল্য শুরু জনপ্রতি ১ লাখ ১১ হাজার ৬৫৬ টাকা থেকে। ঢাকা থেকে সপ্তাহে প্রতি শুক্রবার, সোম ও বুধবার বিমানের ফ্লাইট নারিতার উদ্দেশে যাত্রা করবে এবং নারিতা থেকে সপ্তাহে প্রতি শনিবার, মঙ্গল ও বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে। আগামী ১ সেপ্টেম্বর বিমানের ফ্লাইট বিজি৩৭৬ স্থানীয় সময় রাত পৌনে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের নারিতার উদ্দেশে উড্ডয়ন করবে। নারিতা থেকে প্রথম ফ্লাইট বিজি৩৭৭ থেকে আগামী ২ সেপ্টেম্বর বেলা ১১টায় ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে। অত্যাধুনিক মডেলের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে নারিতা ফ্লাইট পরিচালিত হবে।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার আমাদের সময়কে জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে নারিতা রুটে ফ্লাইট চালু হচ্ছে। এটা পরীক্ষামূলক নয়, সিডিউল ফ্লাইট। ৭৮৭-৮ সিরিজের ড্রিমলাইনার এই রুটে চলবে। আগামী রবিবার বলা যাবে কতজন যাত্রী যাচ্ছে। কারা যাবেন এই বিষয়ে মন্ত্রণালয় এবং বিমান সিদ্ধান্ত নেবে।
সূত্র:আমাদেরসময়