মাধবপুরে গাঁজাসহ পাচারকারী গ্রেফতার

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরের চৌমুহনীর বরুরা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ আল আমিন (৩৫) নামে এক পাচারকারী যুবক গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে ৯ টায় গোপনে খবর পেয়ে অভিযান পরিচালনা করে কাশিমগর পুলিশ ফাড়ির এসআই আব্দুল কাদির, এ এসআই উজ্জল মোল্লা সঙ্গীয় ফোর্সসহ নিয়ে অভিযান চালিয়ে চৌমুহনী-ধর্মঘর সড়কের বরুরা মোড় থেকে প্লাস্টিকের কষ্টেপ মুড়িয়ে মাথার করে নিয়ে ১০ কেজি গাঁজা পাচারকালে তাকে গ্রেফতার করে।
সে শায়েস্তাগঞ্জ উপজেলার সোরাবই গ্রামের রনি গাজির পুত্র।
পাচারকালে উপজেলার ধর্মঘর ইউপি’র দেবনগর গ্রামের মমিন হোসেনের পুত্র আখলাস ওরফে এখলাস (৪৫) ও সেলিম মিয়া (৩৮) নামে দুইজন পালিয়ে যায়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম খান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।